সোমবার (০৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সিলেট থেকে হেলিকপ্টারে করে সুনামগেঞ্জের উদ্দেশে রওনা হন স্বজনরা।
এর আগে বেলা ১১টায় ঢাকা প্যারেড গ্রাউন্ড থেকে হেলিকপ্টারে করে তার মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়।
সুনামগঞ্জের নতুন কোর্ট চত্বরে নিয়ে যাওয়া হচ্ছে তার মরদেহ। জেলার সব শ্রেণী-পেশার মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-২ আসন দিরাই-শাল্লায় নিয়ে যাওয়া হবে। পরে তার জন্মভূমি দিরাইয়ে নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে শেষকৃত্য হবে।
রোববার (০৫ ফেব্রুয়ারি) ভোর ৪টা ২৪ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সুরঞ্জিত সেনগুপ্ত।
**সুনামগঞ্জের পথে সুরঞ্জিতের মরদেহ
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এনইউ/বিএস