ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
খুলনায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলায় বাস চাপায় সোহাগ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় বাসটি খাদে পড়ে আহত হয়েছেন ১০/১২জন।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্নিয়া ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ যশোরের কেশবপুর উপজেলা সদরের অমেদ আলী মোড়লের ছেলে।

চুকনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিচালক (এসআই) সাফুর আহম্মেদ জানান, চুকনগর থেকে যাত্রীবাহী একটি বাস (খুলনা মেট্রো-জ-১১-০১০৬) খুলনার দিকে ছেড়ে যায়। বাসটি খর্নিয়া ব্রিজের পশ্চিম পাশের টার্নিং পয়েন্টে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এ সময় মোটরসাইকেলটি ছিটকে পড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী সোহাগ ঘটনাস্থলেই নিহত হন। এক পর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে বাসের ১০/১২ জন যাত্রী আহত হন।

আহতদের মধ্যে ৪ জনের অবস্থা অশঙ্কাজনক। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এমআরএম/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।