ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে দুশ’ মণ জাটকাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
বরিশালে দুশ’ মণ জাটকাসহ আটক ৩ জব্দকৃত দুশ’ মণ জাটকা-ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: বরিশালে দুশ’ মণ জাটকাসহ ৩ জন‌কে আটক করা হ‌য়ে‌ছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকা‌লে ‌জেলা মৎস্য অধিদপ্তর ও র‌্যাব ৮ এর যৌথ অ‌ভিযা‌নে বরিশাল নগ‌রের রূপাতলী থেকে তাদের আটক করা হয়।

পটুয়াখালীর গলাচিপা থেকে একটি ট্রাকে করে ওই জাটকা মাদারীপু‌রে পাচার করা হ‌চ্ছিল।

র‌্যাব ও মৎস্য অধিদপ্তর জানিয়েছে, জাটকা পাচার করা হচ্ছে, এমন খবরের ভিত্তিতে রূপাতলীতে চেকপোস্ট বসানো হয়।

এসময়  ওই ট্রাক থেকে জাটকা জব্দ ও তিনজনকে আটক করা হয়।

আটক মাসুম ৩২, রা‌কিব ২৫ ও খোকন গাজীকে ভ্রাম্যমাণ আদাল‌তে সোপর্দ করা হ‌য়ে‌ছে।

জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা, বরিশাল জেলখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা তাপন কুমার পাল বিষয়‌টি নি‌শ্চিত করা হ‌য়ে‌ছে।

বাংলা‌দেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ০৬, ২০১৭
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।