সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নন্দীপাড়া ব্রিজ থেকে শুরু হয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ। এ অভিযান চলবে ত্রিমোহনী গুদারাঘাট পর্যন্ত।
ঘটনাস্থলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন উপস্থিত আছেন। তার সঙ্গে আছেন সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা। এর আগে গত মাসের শেষ দিকে এই খাল পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালটিকে দখলমুক্ত করার ঘোষণা দেওয়া হয়। ওই ঘোষণাকে স্বাগত জানায় সব শ্রেণি-পেশার মানুষ।
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এসএম/এএটি/জেডএম/