এসময় পুলিশ সুপার বলেন, যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে মামলাটি বিচার প্রক্রিয়ায় যাবে। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক চাপ নেই।
এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, নিহত সাংবাদিকের ময়নাতদন্তে মাথায় একটি লেট বল পাওয়া গেছে। এটি পৌর মেয়রের শর্টগানের গুলি কি না তা নিশ্চিত হতে উদ্ধার করা মেয়রের শর্টগান, ৪৩ রাউন্ড গুলি ও সাংবাদিকের মাথা থেকে উদ্ধার করা গুলি ব্যালাস্টিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিআইডি হেড কোয়ার্টারে পাঠানো হচ্ছে।
তিনি আরও বলেন, সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় দায়ের করা দু’টি মামলায় (বিস্ফোরক ও হত্যা) মেয়রকে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে তাকে সিরাজগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শাহীন আলম, আবু ইউসুফ, সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান ও সদর থানার ওসি হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
এর আগে রোববার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার শ্যামলী থেকে সিরাজগঞ্জ ডিবি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগর পুলিশ হালিমুল হক মীরুকে গ্রেফতার করে।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এসআই