ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শিমুল হত্যা মামলার দ্রুত অগ্রগতির লক্ষ্যে কাজ করছে পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
শিমুল হত্যা মামলার দ্রুত অগ্রগতির লক্ষ্যে কাজ করছে পুলিশ সিরাজগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বলেছেন, সাংবাদিক শিমুল হত্যা মামলাটির যাতে দ্রুত অগ্রগতি হয় সেভাবেই কাজ করছে পুলিশ। সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসময় পুলিশ সুপার বলেন, যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে মামলাটি বিচার প্রক্রিয়ায় যাবে। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক চাপ নেই।

এরই মধ্যে মামলার প্রধান আসামি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরুসহ আট আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতে রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ডে এনে আসামিদের জিজ্ঞাসাবাদ করলে ঘটনার মূল রহস্য উদঘাটন সম্ভব হবে।

এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, নিহত সাংবাদিকের ময়নাতদন্তে মাথায় একটি লেট বল পাওয়া গেছে। এটি পৌর মেয়রের শর্টগানের গুলি কি না তা নিশ্চিত হতে উদ্ধার করা মেয়রের শর্টগান, ৪৩ রাউন্ড গুলি ও সাংবাদিকের মাথা থেকে উদ্ধার করা গুলি ব্যালাস্টিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিআইডি হেড কোয়ার্টারে পাঠানো হচ্ছে।
তিনি আরও বলেন, সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় দায়ের করা দু’টি মামলায় (বিস্ফোরক ও হত্যা) মেয়রকে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে তাকে সিরাজগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শাহীন আলম, আবু ইউসুফ, সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান ও সদর থানার ওসি হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

এর আগে রোববার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার শ্যামলী থেকে সিরাজগঞ্জ ডিবি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগর পুলিশ হালিমুল হক মীরুকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।