এরই অংশ হিসেবে, বর্তমানে চলছে অবৈধ স্থাপনা হিসেবে মাদারটেক-নন্দীপাড়া বাণিজ্যিক বিপনী ভাঙার কাজ।
সরেজমিনে দেখা যায়, একদিক দিয়ে বুলডোজার অবৈধ দোকান গুঁড়িয়ে দিচ্ছে।
সোমবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নন্দীপাড়া ব্রিজ থেকে শুরু হয় অবৈধ স্থাপনা উচ্ছেদ। এ অভিযান চলবে ত্রিমোহনী গুদারাঘাট পর্যন্ত।
ঘটনাস্থলে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
তার সঙ্গে থেকে এ অভিযানকে নেতৃত্ব দিচ্ছেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল ইসলাম, ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস শোয়েব ও ওয়াসার এমডি তাসলিম এ খান।
তারা বলেন, গত তিন দিন আগে সব ধরনের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়। নির্দেশ না মেনে যারা সরিয়ে নেননি তাদের অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হচ্ছে।
এর আগে, গত মাসের শেষ দিকে এই খাল পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালটিকে দখলমুক্ত করার ঘোষণা দেওয়া হয়। ওই ঘোষণাকে স্বাগত জানায় সব শ্রেণি-পেশার মানুষ।
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭/আপডেট: ১৩৪৯ ঘণ্টা
এসএম/এএটি/জেডএম/এসএনএস