সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ শোক প্রস্তাব গৃহীত হয়।
দুপুরে এক ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জনান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
রোববার (৫ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর ল্যাব এইড হাসাপাতালে পরলোকগমন করেন আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেন গুপ্ত।
এদিকে, রোববার দিনগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর গুলশানের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শহীদ এ এইচ এম কামরুজ্জামানের সহধর্মিনী জাহানারা জামান।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
আরএম/টিআই