ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সুরঞ্জিতের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
সুরঞ্জিতের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব সুরঞ্জিত সেন গুপ্ত (ফাইল ফটো)

ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, আইন বিচার ও সংসদ-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব গৃহীত হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ শোক প্রস্তাব গৃহীত হয়।

দুপুরে এক ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জনান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

এছাড়া জাতীয় চার নেতার একজন শহীদ এ এইচ এম কামরুজ্জামানের স্ত্রী জাহানারে জামানের মৃত্যুতেও শোক প্রস্তাব গৃহীত হয়েছে মন্ত্রিসভায়।

রোববার (৫ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর ল্যাব এইড হাসাপাতালে পরলোকগমন করেন আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেন গুপ্ত।

এদিকে, রোববার দিনগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর গুলশানের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শহীদ এ এইচ এম কামরুজ্জামানের সহধর্মিনী জাহানারা জামান।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
আরএম/টিআই

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।