ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সার্বভৌম সম্পদ তহবিল গঠনের প্রস্তাব অনুমোদন  

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
সার্বভৌম সম্পদ তহবিল গঠনের প্রস্তাব অনুমোদন   মন্ত্রিসভায় সার্বভৌম সম্পদ তহবিল গঠনের প্রস্তাব অনুমোদন-ছবি-বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ সার্বভৌম সম্পদ তহবিল (সভরেন ওয়েলথ ফান্ড) গঠনের প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ বৈঠক শুরু হয়।  

বৈঠক শেষে বেলা ১টায় মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বিষয়টি জানান।

তিনি বলেন, ১০ বিলিয়ন ডলারের এ তহবিলে বাংলাদেশ ব্যাংকের বিজার্ভ থেকে প্রতি বছর ২ বিলিয়ন ডলার নেওয়া হবে। রাষ্ট্রের জরুরি প্রয়োজন, অবকাঠামো নির্মাণ, দুর্যোগ মোকাবিলা ও বিদেশি সহায়তায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোতে সরকারি বিনিয়োগের অংশ হিসেবে এই ডলার ব্যবহার করা যাবে।

সচিব জানান, গত আট-দশ বছর ধরে এই ফান্ড গঠনের বিষয়টি আলোচনা হচ্ছে। মন্ত্রিসভায় অনুমোদনের পর এই ফান্ড গঠনের জন্য আইনি প্রক্রিয়া শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭

আরএম/আরআর/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।