ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

অাখাউড়ায় কলেজছাত্রীকে চড়-থাপ্পড়ের ঘটনায় বখাটে গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
অাখাউড়ায় কলেজছাত্রীকে চড়-থাপ্পড়ের ঘটনায় বখাটে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে ঢুকে এক ছাত্রীকে চড়-থাপ্পড় দেয়ার অভিযোগে প্রিয়তম ঘোষ প্রীতমকে (২৪) গ্রেপ্তার করেছে পু্লিশ। রোববার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলা সদরের রাধানগর মহল্লার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রীতম ওই মহল্লার ঘোষপাড়ার রাসমোহন ঘোষের ছেলে। তিনি দুই বছর ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন।  

উল্লেখ্য, এর আগে শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের কমনরুমে ঢুকে একাদশ শ্রেণির এক ছাত্রীতে চড়-থাপ্পড় দেন প্রীতম। এ ঘটনায় আখাউড়া উপজেলা সদরে তোলপাড় সৃষ্টি হয়। ওই দিনই ছাত্রীর বাবা থানায় প্রীতমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এ ঘটনা শুনে প্রীতমকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন স্থানীয় সংসদ সদস্য অাইনমন্ত্রী অানিসুল হক।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।