এতে শরীরের অনেকটা পুড়ে গেলে গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকালে ( ৬ ফেব্রুয়ারি) শহরের স্বর্ণকার পট্টি রেললাইনের ধারে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জুয়েলারি শ্রমিক এজাজ চা পান করতে সাইনুলের চায়ের দোকানে আসেন। সেখানে চা পানের সময় কাপে ময়লা দেখতে পেয়ে দোকানিকে বিষয়টি জানান। দোকানের বদনাম করায় ক্ষিপ্ত হয়ে দোকানিসহ তার কর্মচারী চার ছেলে নওশাদ, এরশাদ, শমশের ও শামসু এজাজকে মারধর করেন। একপর্যায়ে তারা এজাজের গায়ে কেটলি ভর্তি গরম চা ঢেলে দেন।
এতে এজাজের শরীর পুড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
এ ব্যাপারে আহত এজাজের ভাই মেরাজ বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
আরএ