ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খাল পূর্বের অবস্থায় না ফেরা পর্যন্ত অভিযান চলবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
খাল পূর্বের অবস্থায় না ফেরা পর্যন্ত অভিযান চলবে উচ্ছেদ অ‌ভিযানে সাঈদ খোকন / ছবি: দীপু মালাকার

নান্দীপাড়া থেকে: ঢাকা দক্ষিণ সি‌টি ক‌রপোরেশন (ডিএস‌সি‌সি) মেয়র সাঈদ খোকন বলেছেন, যতোক্ষণ পর্যন্ত খাল পূর্বের অবস্থায় ফিরে না আসবে, ততোক্ষণ পর্যন্ত অবৈধ উচ্ছেদ অভিযান চলবে।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ২টার দিকে রাজধানীর পূর্বাঞ্চলে নন্দীপাড়া এলাকায় খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অ‌ভিযান থেকে মেয়র এ কথা বলেন।

তিনি বলেন, অবৈধ স্থাপনার মালিক কোন দলের বা কোথাকার ক্ষমতাবান লোক, তা আমরা দেখবো না।

খালকে দখলমুক্ত করাই আমাদের প্রতিজ্ঞা। খালের প্রবাহ ফিরিয়ে দিতে আমরা কাজ করে যাবো।  

সোমবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নন্দীপাড়া ব্রিজ থেকে শুরু হয় অ‌বৈধ স্থাপনা উচ্ছেদ। এ অ‌ভিযান চলবে ত্রিমোহনী গুদারাঘাট পর্যন্ত।

এরই অংশ হিসেবে, অবৈধ স্থাপনা হিসেবে বুলডোজারের নিচে পড়ে মাদারটেক-নন্দীপাড়া বাণিজ্যিক বিপনীসহ সব ধরনের অবৈধ স্থাপনা।

সরেজমিনে দেখা যায়, একদিক দিয়ে বুলডোজার অবৈধ দোকান গুঁড়িয়ে দিচ্ছে। মালিকরা যে যেভাবে পারছেন মালামাল সরিয়ে নিচ্ছেন।

নন্দীপাড়া খালপাড়ে উচ্ছেদ অ‌ভিযান

ঘটনাস্থলে সাঈদ খোকনের সঙ্গে থেকে এ অভিযানকে নেতৃত্ব দিচ্ছেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল ইসলাম, ডিএস‌সি‌সি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস শোয়েব ও ওয়াসার এমডি তাসলিম এ খান।

তারা বলেন, গত তিন দিন আগে সব ধরনের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়। নির্দেশ না মেনে যারা সরিয়ে নেননি তাদের অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হচ্ছে।

এর আগে, গত মাসের শেষ দিকে এই খাল পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালটিকে দখলমুক্ত করার ঘোষণা দেওয়া হয়। ওই ঘোষণাকে স্বাগত জানায় সব শ্রেণি-পেশার মানুষ।  

অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে মেয়র সাঈদ খোকন যা বললেন:

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এসএম/এসএনএস

** উচ্ছেদ চলছে, বুলডেজারের তলায় মাদারটেক-নন্দীপাড়া মার্কেট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।