সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ওই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি শহিদুল ইসলাম পাইলট বলেন, মফস্বল সাংবাদিকরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন।
তিনি বলেন, সাংবাদিকরা সরকারের উন্নয়নের অংশীদার। সাংবাদিকেরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তার জোর দাবি জানাচ্ছি।
সভা থেকে অবিলম্বে শাহজাদপুরের সমকালের প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল ও বিএমএসএফ রংপুর জেলা কমিটির সদস্য সচিব মশিউর রহমান উৎস হত্যার বিচারের দাবি জানানো হয়।
মানববন্ধনে শহিদুল ইসলাম পাইলটের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএমএসএফের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাওসার হোসাইন, কেন্দ্রীয় সহসভাপতি জাহাঙ্গীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
এএম/এএটি/আরআই