সোমবার (০৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার পালোহারা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আলিম ওই গ্রামের মৃত এজাহার আলীর ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালোহারা গ্রামে অভিযান চালানো হয়। এসময় আলিমের বাড়িতে অভিযান চালিয়ে একটি পিস্তলসহ তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসীসহ বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলা রয়েছে। এরমধ্যে চারটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এনটি