সাটুরিয়ায় অবৈধ ১১ দোকান উচ্ছেদ
মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের ইনাম সাফুল্লি গ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ১১টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।
সোমবার (০৬ ফেব্রুয়ারি) দুপর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝোটন চন্দ এ অভিযান পরিচালনা করেন।
সাটুরিয়া ভূমি অফিসের অফিস সহকারী মো. আবু সাইদ বাংলানিউজকে জানান, স্থানীয় কয়েকজন ব্যক্তি ইনাম সাফুল্লি গ্রামে খালের ওপর অবৈধভাবে ১১টি দোকন ঘর তুলে ব্যবসা করে আসছিলেন।
তাদের একাধিক বার দোকান সরানোর নোটিশ দিয়েও কোনো কাজ হয়নি। তাই মানিকগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝোটন চন্দ অভিযান চালিয়ে দোকানগুলো উচ্ছেদ করেন।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এজি/টিআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।