ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে কাঁকড়া ধরার অ‌ভিযোগে ৩ জেলে আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
সুন্দরবনে কাঁকড়া ধরার অ‌ভিযোগে ৩ জেলে আটক

সাতক্ষীরা: সাতক্ষীরার সুন্দরবনে প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অ‌ভিযোগে পৃথক অ‌ভিযান চালিয়ে তিন জেলেকে আটক করেছে ‌সুন্দরবন কো‌স্টগার্ডের সদস্যরা।

এ সময় এক‌টি ট্রলার, ছয় হাজার মিটার কারেন্ট জাল ও ৮০ কে‌জি কাঁকড়া জব্দ করা হয়।

সোমবার (৬ ফেব্রুয়া‌রি) দুপুরে ‌কো‌স্টগার্ডের কৈখালী ক্যাম্পের পে‌টি অ‌ফিসার শা‌ফিকুর রহমান বাংলা‌নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে ভোরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কা‌লি‌ঞ্চি নদী ও মালঞ্চ নদীতে অ‌ভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটক জেলেরা হলেন-সাতক্ষীরার শ্যামনগরের শ‌ফিকুল ইসলাম, একই এলাকার মোজাম্মেল গাজী ও শুকুর আলী সরদার।

‌পে‌টি অ‌ফিসার শা‌ফিকুর রহমান বাংলা‌নিউজকে জানান, জব্দ করা কারেন্ট জালের মূল্য প্রায় চার লাখ টাকা। আটক জেলেদের বিকেলে আদালতে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।