এ সময় একটি ট্রলার, ছয় হাজার মিটার কারেন্ট জাল ও ৮০ কেজি কাঁকড়া জব্দ করা হয়।
সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ডের কৈখালী ক্যাম্পের পেটি অফিসার শাফিকুর রহমান বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে ভোরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কালিঞ্চি নদী ও মালঞ্চ নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন-সাতক্ষীরার শ্যামনগরের শফিকুল ইসলাম, একই এলাকার মোজাম্মেল গাজী ও শুকুর আলী সরদার।
পেটি অফিসার শাফিকুর রহমান বাংলানিউজকে জানান, জব্দ করা কারেন্ট জালের মূল্য প্রায় চার লাখ টাকা। আটক জেলেদের বিকেলে আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
এজি/আরএ