সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- ছানোয়ার হোসেন (৩৭), আবুল হোসেন (৫০) ও টুটুল (৩০)।
গুলিবিদ্ধ ছানোয়ার বাংলানিউজকে জানান, সাভারের একটি ব্যাংক থেকে তারা টাকা তুলে বাসে করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পোস্ট অফিসে যাচ্ছিলেন। বাসটি বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে পৌঁছালে চার-পাঁচ জন ছিনতাইকারী তাদের গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ তিনজনের মধ্যে টুটুলকে স্থানীয় হাসপাতালে এবং ছানোয়ার ও আবুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ছানোয়ার ও আবুলের স্বজনরা তাদের গুলিবিদ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করেছেন। ছানোয়ারের দুই পা ও আবুলের ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
তবে ঢামেক জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসফাক বাংলানিউজকে জানান আহতদের এক্সরে রিপোর্টে গুলির কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে গুলি বের হয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এজেএস/আরআইএস/আরআই