সোমবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে এক বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ হকার্স ইউনিয়নের আহ্বায়ক আবদুল হাসেম কবির এ দাবি জানান।
তিনি বলেন, হকারদের উপর দমন-পীড়ন, বুলডোজার দিয়ে ফুটপাতের মালামাল নষ্ট এবং লুটপাট বন্ধ করে আমাদের ফুটপাতে বসার অনুমতি দেওয়া হোক।
সমাবেশে হকারেরা বলেন, পুর্নবাসনের ব্যবস্থা না করে ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ খুব পীড়াদায়ক। সরকারের পক্ষ থেকে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। সরকার দেশকে দরিদ্র ও বেকারমুক্ত করার অঙ্গীকার করেছে। অপরদিকে হকারদের ফুটপাত থেকে উচ্ছেদ করে আরো বেকারত্বের সৃষ্টি করছে।
হকার নেতারা আরও বলেন, গত মাসের ১০ তারিখ থেকে মেয়র ফুটপাত থেকে হকার উচ্ছেদ শুরু করেন। তারপর থেকে শ্রমিকেরা বেকার জীবনযাপন করছেন। কর্মসংস্থানের ব্যবস্থা না করে বেকারত্বের ব্যবস্থা করছেন মেয়র।
আমিন নামে আরেক হকার বলেন, আমাদের প্রথম দাবি ফুটপাতে বসতে দিতে হবে। তারপর মেয়রকে আমাদের সঙ্গে বসে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করতে হবে। পাশাপাশি হকারদের সঠিক তালিকা নিয়ে তাদের আইডি কার্ডের ব্যবস্থা করারও দাবি জানান হকার ব্যবসায়ীরা।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
ওএফ/আরআর/আরআই