ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে ৪০০ কেজি জাটকা জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
না’গঞ্জে ৪০০ কেজি জাটকা জব্দ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪শ কেজি অবৈধ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ডের পাগলা স্টেশন। জব্দ করা জাটকার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) কোস্ট গার্ডের পাগলা স্টেশনের টিম লিডার এম আর করিমের নেতৃত্বে একটি অপারেশন দল ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর মোহনা এলাকায় ‘এম ভি শ্রীনগর-০৭’ ও ‘এম ভি কর্নফুলী-৯’ যাত্রীবাহী লঞ্চ থেকে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ৪শ কেজি অবৈধ জাটকা উদ্ধার করে।
 
আটক জাটকাগুলো উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. বেলাল হোসেন জেলার ২৩টি মাদ্রাসা ও এতিমখানা এবং অসহায়দের মধ্যে বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।