ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পোরশায় গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
পোরশায় গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলার দীঘিরপার এলাকায় গাড়ির ধাক্কায় জালাল উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহিত জালাল উদ্দিনের বাড়ি উপজেলার গোবরাপুরি গ্রামে।  

স্থানীয়রা জানান, দুপুরে জালাল উদ্দিন হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এসময় একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।  

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেরুল হক জানান, এ বিষয়ে পোরশা থানায় একটি মামলা দায়ের করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।