সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে কমিটির এ বৈঠক শুরু হয়।
সূত্র জানিয়েছে, সার্চ কমিটির হাতে নির্বাচন কমিশন গঠনের জন্য যে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা রয়েছে, সেখান থেকে ১০ জনের নাম চূড়ান্ত করতে এখন আলোচনা চলছে।
সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এ তালিকা তার কাছে জমা দেওয়ার কথা।
সূত্র মতে, রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম প্রস্তাব করা হলে এদের মধ্য থেকে তিনি আগামী ৫ বছরের জন্য ১ জনকে প্রধান নির্বাচন কমিশনার ও ৪ জনকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেবেন।
গত ২ ফেব্রুয়ারি সার্চ কমিটির বৈঠকে রাজনৈতিক দলগুলোর দেওয়া ব্যক্তিদের নাম থেকে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করে তাদের বিষয়ে তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করা হয়। ওই বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ জানান, আগামী ৮ ফেব্রুয়ারির আগেই রাষ্ট্রপতির কাছে ১০ জনের নামের তালিকা পাঠাবে সার্চ কমিটি।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এমআইএইচ/এইচএ
আরও পড়ুন
** সোমবার নাম প্রস্তাব করতে পারে সার্চ কমিটি