ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
বগুড়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৬ বগুড়ায় মাদকবিরোধী অভিযানে আটকরা/ ছবি:বাংলানিউজ

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৬ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তাদের আটক করা হয়।

এরা হলেন- গোলাপ (৪০), রনজু (৪০), মানিক মিয়া (৪২), আব্দুল আলিম (৩৮), মাসুদ রানা (৪৯) ও সবুজ (৩৩)।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
 
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান আব্দুর রাজ্জাক।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
এমবিএইচ/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।