সোমবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তাদের আটক করা হয়।
এরা হলেন- গোলাপ (৪০), রনজু (৪০), মানিক মিয়া (৪২), আব্দুল আলিম (৩৮), মাসুদ রানা (৪৯) ও সবুজ (৩৩)।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান আব্দুর রাজ্জাক।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
এমবিএইচ/আরআইএস/আরআই