সোমবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন বাংলানিউজকে এ তথ্য জানান।
নিহত ফয়সাল মোহাম্মদপুর ইউনিয়নে জষোড়া গ্রামের আবদুর রহিমের ছেলে।
স্থানীয়রা বাংলানিউজকে জানায়, ফয়সালের মা মারা যাওয়ার পর তার বাবা আবদুর রহিম দ্বিতীয় বিয়ে করেন। সৎ মা নার্গিস আক্তারকে বিয়ের পর থেকেই ফয়সালকে মানসিক ও শারীরিক নির্যাতন করেতেন। বাবা আবদুর রহিমও এর কোনো প্রতিবাদ না করে উল্টে ফয়সালকে বকাঝকা করতেন।
তারা আরও জানান, রোববার (০৫ ফেব্রুয়ারি) রাতে নার্গিস ও রহিম ফয়সালের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেন। সকালে ফয়সাল চিৎকার-চিৎকার করতে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্য চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন বাংলানিউজকে জানান, এ ঘটনায় ফয়সালের মা ও বাবাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষ খাইয়ে ছেলেকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এনটি/টিআই