রোববার সন্ধ্যায় (০৬ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর সেনানিবাসে কলেজের অফিসার্স মেসে এ গ্র্যাজুয়েশন ডিনার অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
এছাড়া সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও, তিন বাহিনীর পিএসওরা, ডিএসসিএসসিতে অংশগ্রহণ নেয়া বন্ধুপ্রতীম রাষ্ট্রের প্রতিরক্ষা উপদেষ্টারা, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তারা ও কোর্সে অংশগ্রহণকারী ছাত্র-অফিসাররা সস্ত্রীক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন স্বাগত বক্তব্য দেন।
কলেজের শিক্ষাক্রম ও প্রশাসনের সঙ্গে জড়িত সবাইকে তাদের সর্বাত্মক সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এএটি/আরআই