সোমবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পুরনো পল্টনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, হকারদের ওপর দমন-পীড়ন-নির্যাতন বন্ধ করে ফুটপাতে বসার অনুমতি দেওয়া হোক।
সমাবেশে হকাররা বলেন, পুনর্বাসনের ব্যবস্থা না করে ফুটপাত থেকে হকার উচ্ছেদের ঘটনা খুবই পীড়াদায়ক। এতে সরকারের পক্ষ আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। সরকার দেশের দারিদ্র্য ও বেকারমুক্ত করার অঙ্গীকার করেছে। আর এদিকে আমাদের মতো হকারদের ফুটপাত থেকে উচ্ছেদ করে আরও বেকার সৃষ্টি করেছে। তাতে করে সরকারের সুনাম ক্ষুন্ন হচ্ছে।
হকাররা আরও বলেন, গত ১০ জানুয়ারি থেকে হকার উচ্ছেদ শুরু হওয়ায় শ্রমিকেরা বেকারত্ব জীবনযাপন করছে। এতে করে কর্মসংস্থানের ব্যবস্থা না করে বেকারের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে।
আমিন নামে আরেক হকার বলেন, আমাদের প্রথম দাবি হলো ফুটপাতে বসতে দিতে হবে। তারপর ৫ থেকে ১০ বছরের জন্য একটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করতে হবে। হকারদের সঠিক তালিকা নিয়ে তাদের আইডি কার্ডের ব্যবস্থা করা হোক। প্রয়োজন হলে আমরা সরকারকে ট্যাক্স দেব।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
ওএফ/পিসি