সোমবার (৬ ফেব্রুয়ারি) তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার সরকার বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটক নারীদের একজন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ছোট ভাই আলী আকরামের স্ত্রী।
বিপ্লব কুমার সরকার আরও জানান, তাজমহল রোডের ১১/৭ নম্বর বাড়িতে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, তদন্তে উঠে এসেছে আটক নারীরা প্রত্যেকেই জামায়াতের সক্রিয় কর্মী, তারা জামায়াতের কোনো না কোনো সাংগঠনিক পদে রয়েছে। গত কয়েক বছর ধরেই বাড়িটি জামায়াতের আস্তানা হিসেবে ব্যবহার হয়ে আসছিলো।
আটক জামায়াত কর্মীদের নামে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, নারী জামায়াত কর্মীরা বিভিন্ন বাসায় ইসলামের দাওয়াত দেওয়ার নামে লিফলেট বিতরণ, বৈঠক করে দল গোছানোর চেষ্টা করছিলো।
এর আগে ৭ দিনের রিমান্ড চেয়ে পুলিশ তাদের আদালতে পাঠায়। আদালত তাদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
তাজমহল রোড থেকে ১১ নম্বর লেনে প্রবেশের পর ঠিক দু’টি বাড়ির পরেই ১১/৭ নম্বর বাড়িটির অবস্থান। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের সবুজরঙা দোতলা বাড়িটি পিডব্লিউডির সাবেক কর্মকর্তা এ কে এম জয়নাল আবেদিনকে বরাদ্দ দেওয়া হয়েছিলো।
** মোহাম্মাদপুর থেকে ২৮ নারী জামায়াতকর্মী আটক
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এসটি/এটি