সোমবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংগঠনটির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে ইউএসএইড, শের-ই- বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি (বিএফএস) ও বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটি (বিপিএস)।
সংবাদ সম্মেলনে আইআইসিইর নির্বাহী রেজাউদ্দীন মোশাররফ বলেন, ফুলের প্রতি মানুষের যে ভালোবাসা তার অংশীদার হওয়ার জন্যই আমরা এ উৎসবের আয়োজন করতে যাচ্ছি। যারা মধ্যদিয়ে ফুলকে পছন্দ করে, ভালোবাসে তাদের জন্য এ আয়োজন।
তিনদিনব্যাপী এ আয়োজন চলবে ২৩ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। এ মেলায় প্রথমবারের মতো দেশের দক্ষিণবঙ্গের নারী ফুল চাষিরা অংশ নেবে। এছাড়া দর্শনার্থীদের জন্য থাকছে বাংলা ফ্লাওয়ার সোসাইটির পক্ষ থেকে দেশের সব প্রান্ত থেকে তুলে আনা বিভিন্ন ধরনের ফুলের প্রদর্শনী।
মেলায় থাকছে ফুলের ছবি প্রতিযোগিতা। যেখানে বাছাই করা ৫০টি ছবির প্রদর্শনী করা হবে।
তিনি বলেন, ফুল উৎসবে বিখ্যাত ফুল বিশেষজ্ঞ ইকেবানার সুপরিচিতা নিলুফার ইয়াসমিন পরিচালিত এক কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে শেখানো হবে কিভাবে ফুল সাজাতে হয়, ফুল দিয়ে ঘর সাজাতে হয়। কিভাবে বাসার ছাদে ফুল চাষ করতে হবে এবং কিভাবে ফুল দিয়ে মানুষের সৌন্দর্য বাড়াতে হয়। এই কর্মশালায় অংশ নিতে ফেসবুক পেজে সরাসরি ফ্রি রেজিস্টশন করতে হবে। যারা রেজিস্ট্রেশন করবে তারাই শুধুমাত্র কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন।
আরও থাকছে সুসজ্জিত ফ্লাওয়ার জোন, বই পড়ার স্থান, গান শোনার স্থান, ফুলের ফটোগ্রাফি প্রদর্শনী, ফ্লাওয়ার ফ্যাশন শো, ফুলের ভূ-দৃশ্য, ফ্লাওয়ার ট্যানেলসহ নানা আয়োজন।
কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এএফএম জামাল উদ্দীন বলেন, কৃষি বিশ্ববিদ্যালয় আধুনিক ঢাকার শোভাবর্ধনে ভূমিকা রেখে চলেছে। এবারের মেলায় উদ্ভাবিত নতুন ফুল নন্দিনী প্রদর্শিত হবে। এমনকি দর্শনার্থীদের বিনামূল্যে ফুলের চারা দেওয়া হবে।
প্রথম দিনে সকালে শাহবাগে ফুল প্যারেড অনুষ্ঠিত হবে জানান আয়োজকেরা।
বাংলাদেশ সময় ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ১০১৭
এএম/জিপি/পিসি