সোমবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে আশুলিয়ার বাইপাইলে ‘বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)’ বার্ষিক সেন্ট্রাল ক্যাম্পিংয়ে এসে তিনি এ দাবি জানান।
সম্প্রতি সিরাজগঞ্জের শাহজাদপুরের সাংবাদিক শিমুল হত্যা প্রসঙ্গে কাজী রিয়াজুল হক বলেন, ‘আওয়ামী লীগ আধিপত্য বিস্তার নিয়ে এভাবে গোলাগুলি করে যাবে।
যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের অভিযোগ রয়েছে- তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ সময় রিয়াজুল হক বিএনসিসি’র সদস্যদের নৈতিক চরিত্রের উন্নয়ন ও নেতৃত্বের গুণাবলি অর্জনের লক্ষ্যে মৌলিক সামরিক প্রশিক্ষণের পাশাপাশি সামাজিক সচেতনতা, নৈতিকতা ও শৃঙ্খলার মান উন্নয়নের জন্য দিক নির্দেশনা দেন।
অনুষ্ঠানে বিএনসিসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌস ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের ৬৫০ ক্যাডেটসহ ৫০ জন বিটিএফও, পিইউও, টিইউও অনুষ্ঠানে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এজি/টিআই