ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আত্রাইয়ে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
আত্রাইয়ে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে অবরোধ

নওগাঁ: নওগাঁ জেলার আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সব আন্তঃনগর ট্রেন থামানোর দাবিতে অবরোধ করেছে সর্বস্তরের জনতা।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে সর্বস্তরের জনতা শান্তিপূর্ণভাবে এ অবরোধ কর্মসূচি পালন করে।

জানা যায়, নওগাঁ জেলার আত্রাইয়ের আহসানগঞ্জ স্টেশন দিয়ে প্রতিদিন ঢাকাগামী পাঁচটি আন্তঃনগর ট্রেন চলাচল করে।

কিন্তু এ স্টেশনে শুধুমাত্র নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বিরতি নেয়। তাও আবার আসন সংখ্যা বরাদ্দ রয়েছে প্রয়োজনের তুলনায় অনেক কম। ফলে প্রতিদিন ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হয়।

নীলসাগর এক্সপ্রেস ছাড়াও এ স্টেশন দিয়ে প্রতিদিন দ্রুতযান এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস নামে আরও চারটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি সত্বেও এসব আন্তঃনগর ট্রেন এ স্টেশনে থানানো হচ্ছেনা। এতে একদিকে যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন, অন্যদিকে সরকার মোটা অংকের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

আত্রাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম বাংলানিউজকে জানান, আত্রাইয়ে ঢাকাগামী সব আন্তঃনগর ট্রেন থামানোর জন্য স্থানীয়রা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। কিন্তু দাবি আদায় না হওয়ায় সর্বস্তরের জনতা এ অবরোধ কর্মসূচি পালন করছে। এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অবরোধ কর্মসূচি চলবে বলেও জানান তিনি।

তিনি জানান, আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন থামানো হলে আত্রাই, রাণীনগর, বাগমারা, নলডাঙ্গা ও সিংড়া উপজেলাসহ আশপাশের উপজেলার মানুষের অনেক সুবিধা হবে।

এছাড়াও তিনি আত্রাই উপজেলাসহ পাশের উপজেলার মানুষের কথা ও রাজস্ব আয়ের স্বার্থে আত্রাইয়ে ঢাকাগামী সব আন্তঃনগর ট্রেন থামানোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।