ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষকদের ক্লাস বর্জনে ফের অচল রুয়েট

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
শিক্ষকদের ক্লাস বর্জনে ফের অচল রুয়েট

রাবি: ক্রেডিট পদ্ধতি বাতিলের আন্দোলনকে কেন্দ্র করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েটে) সৃষ্ট অচলাবস্থা কাটেনি। শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার পর এবার ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

আন্দোলন চলাকালে শিক্ষকদের সঙ্গে কতিপয় শিক্ষার্থীর দুর্ব্যবহার ও আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে সোমবার (০৬ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জন পালন করছে শিক্ষক সমিতি।

রুয়েট সূত্র জানায়, কর্মসূচির কারণে সোমবার রুয়েটে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

দুর্ব্যবহারকারী শিক্ষার্থীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষকরা।

রুয়েট শিক্ষক সমিতির সভাপতি ড. নিরেন্দ্র নাথ মুস্তাফি বাংলানিউজকে বলেন, শিক্ষকদের বিভিন্নভাবে হেনস্তা ও অপমান করার প্রতিবাদে শিক্ষক সমিতি এ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
এনটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।