ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শেষকৃত্যের জন্য দিরাইয়ে সুরঞ্জিতের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
শেষকৃত্যের জন্য দিরাইয়ে সুরঞ্জিতের মরদেহ শেষকৃত্যের জন্য দিরাইয়ে সুরঞ্জিতের মরদেহ

ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ দাহ করার জন্য দিরাইয়ে তার নিজ বাসভবনে আনা হয়েছে।  

সোমবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে তার মরদেহ দিরাইয়ে নিয়ে আসা হয়।

শেষ ইচ্ছা অনুযায়ী নিজের হাতে লাগানো চন্দন গাছের কাঠ দিয়ে তাকে দাহ করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

কিছুক্ষণের মধ্যেই দাহ কাজ শুরু হবে।

এর আগে মরদেহ দিরাইয়ে পৌঁছার পর সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানান। দুপুর ১টা ১০ মিনিটে তার মরদেহ সুনামগঞ্জে পৌঁছে। পরে দেড়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের শহীদ স্মৃতিস্তম্ভে তার কফিনে শ্রদ্ধা জানান নেতাকর্মীসব সেখানকার সর্বস্তরের মানুষ।

এসময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, স্বেচ্ছ‍াসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবীর ইমন, সভাপতি মতিউর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান নুরল হুদা মুকুটসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার মরদেহে শ্রদ্ধা জানান।

মরদেহের সঙ্গে রয়েছেন-আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, জাতীয় সংসদের হুইপ শাহাবুদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন সিরাজ, সুনামগঞ্জ-৫ আসনের এমপি মহিবুর রহমান মানিক ও জেলা আওয়ামী লীগের সেক্রেটারি এনামুল কবী ইমন।

এর আগে সকাল ৮টা ২৫ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতাল থেকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স জাতীয় প্যারেড গ্রাউন্ডে নেওয়া হয়। পরে সেখান থেকে হেলিকপ্টারে করে সিলেটে নেওয়া হয়। জেলার সব শ্রেণী-পেশার মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-২ আসন দিরাই নিয়ে আসা হয়।

** শাল্লার পথে সুরঞ্জিতের মরদেহ

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬,
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।