ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে নকল সার কারখানা সিলগালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
কেরানীগঞ্জে নকল সার কারখানা সিলগালা

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে একটি নকল সার কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের আলীপুর এলাকায় জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সার কারখানাটি সিলগালা করা হয়।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ফখরুল আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর এলাকায় জনৈক সাইদুর রহমান খানের মালিকানাধীন একটি সার কারখানায় অভিযান চালানো হয়।

এসময় মেঘনা মিশ্র ও মেঘনা জৈব সার নকল করে সার প্রস্তুত করার দায়ে ভ্রাম্যমাণ আদালত কারখানাটি সিলগালা করে দেন।

এ ঘটনায় কারখানা মালিক সাইদুর রহমানের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পারভেজুর রহমান জুমন।

এছাড়াও ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফখরুল আলম ও ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী রাকিব হোসেন চয়ন অভিযানে সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।