সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের আলীপুর এলাকায় জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সার কারখানাটি সিলগালা করা হয়।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ফখরুল আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর এলাকায় জনৈক সাইদুর রহমান খানের মালিকানাধীন একটি সার কারখানায় অভিযান চালানো হয়।
এ ঘটনায় কারখানা মালিক সাইদুর রহমানের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পারভেজুর রহমান জুমন।
এছাড়াও ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফখরুল আলম ও ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী রাকিব হোসেন চয়ন অভিযানে সহযোগিতা করেন।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এনটি