ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ইসি গঠনে সার্চ কমিটির ১০ নাম চূড়ান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
ইসি গঠনে সার্চ কমিটির ১০ নাম চূড়ান্ত

 নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সার্চ কমিটি ১০টি নাম চূড়ান্ত করেছে। যা কিছু সময়ের মধ্যে বঙ্গভবনে গিয়ে তারা রাষ্ট্রপতি বরাবর জমা দেবেন।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে কমিটির বৈঠক শুরু হয়। যা চলে পৌনে ৬টা পর্যন্ত।

এই বৈঠকেই সিদ্ধান্ত হয়, নির্দিষ্ট ১০ নাম; তবে কমিটির পক্ষ থেকে তা প্রকাশ করা হয়নি। প্রকাশের এখতিয়ার রাষ্ট্রপতির বলেও জানান সদস্যরা।

সার্চ কমিটির হাতে নির্বাচন কমিশন গঠনের জন্য যে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা ছিল, সেখান থেকে ১০ জনকে চূড়ান্ত করা হয়েছে।

রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম প্রস্তাব করা হলে তিনি আগামী ৫ বছরের জন্য একজনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজনকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেবেন।

গত ২ ফেব্রুয়ারি সার্চ কমিটির বৈঠকে রাজনৈতিক দলগুলোর দেওয়া ব্যক্তিদের নাম থেকে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করে তাদের বিষয়ে তথ্য সংগ্রহ ও পর্যালোচনা কর‍া হয়। ওই বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ জান‍ান, আগামী ৮ ফেব্রুয়ারির আগেই রাষ্ট্রপতির কাছে ১০ জনের নামের তালিকা পাঠাবে সার্চ কমিটি।

**নাম চূড়ান্ত করতে বৈঠকে সার্চ কমিটি

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।