ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

জাতীয়

শপথ নিয়েই অধিবেশনে যোগ দিলেন হাছান ইমাম খাঁন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
শপথ নিয়েই অধিবেশনে যোগ দিলেন হাছান ইমাম খাঁন মোহাম্মদ হাছান ইমাম খাঁনকে শপথবাক্য পাঠ করাচ্ছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী (সংগৃহিত)

ঢাকা: দশম জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েই অধিবেশনে যোগ দিলেন মোহাম্মদ হাছান ইমাম খাঁন। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে জয়ী হন তিনি।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. শহিদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহিম, হুইপ মো. শাহাব উদ্দিন, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক।


 
সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জয়ী হন হাছান ইমাম খাঁন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এসএম/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।