বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরা ব্যাংক মঠবাড়িয়া শাখার কর্মকর্তা এম এ রবের ভাড়া বাসায় গৃহকর্মী মঞ্জিলা এক বছর ধরে কাজ করত।
ব্যাংক কর্মকর্তা এম এ রব জানান, তিনি ঘটনার সময় ব্যাংকে ছিলেন। তার স্ত্রী ঘরে ঘুমিয়ে ছিলেন। ধারনা করা হচ্ছে মেয়েটি ছাদ থেকে শুকানো কাপড় আনতে গিয়ে পা ফসকে পড়ে যেতে পারে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময় ০০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এমএমকে