বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) যোহরের নামাজের আযানের সময় মতলব পৌরসভার দাসপাড়া এলাকার কাশেম পাগলাবাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে এই ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা নেওয়ার পথে ইমাম ফজলুল হক ইন্তেকাল করেন।
ওদিকে রাত ১০টার দিকে মতলব দক্ষিণ থানা পুলিশ বিপ্লবকে আটক করতে স্বক্ষম হয়।
নিহত ইমাম মাওলানা ফজলুল হক কাশেম পাগলাবাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক ছিলেন।
মতলব দক্ষিন থানা পুলিশ সূত্র জানায়, হামলার সময় ইমাম নিজেই জোহরের নামাজের আযান দিচ্ছেলেন। হঠাৎ করে বিপ্লব পেছন থেকে তার মাথায় বাঁশ দিয়ে আঘাত করতে থাকেন। ইমামের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক দেখে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠালে পথিমধ্যে রাত সাড়ে ৮টার দিকে তিনি ইন্তেকাল করেন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. কুতুব উদ্দিন বাংলানিউজকে জানান, হামলাকারী বিপ্লবকে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। হামলাকারী থানা হেফাজতে রয়েছে।
নিহত ইমামের মেয়ে নাসিমা এনেছেন অন্য অভিযোগ। তিনি বাংলানিউজকে বলেন, মসজিদের ইমাম নিয়োগ নিয়ে কমিটির মধ্যে ঝামেলা চলছে। সেই জন্যই হয়তো আমার বয়স্ক বাবার ওপর হামলা চালানো হয়েছে।
এদিকে হামলাকারী বিপ্লবের বাবা কলমতর দাবি করেছেন, তার ছেলে মানসিক ভারসাম্যহীন। ভুল করে এ কাণ্ড করে ফেলেছে।
বাংলাদেশ সময় ০১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এমএমকে