বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সকালে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ধানমন্ডি থানা পুলিশ। মৃত হাফসা ভোলা জেলার দক্ষিণ আইচা উপজেলার নইলা গ্রামের নূর ইসলামের মেয়ে।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম বাংলানিউজকে বলেন, হাফসা তিন বছর ধরে গৃহকর্তা আসাদ ও গৃহকর্ত্রী লুবনার ধানমন্ডি ৯/এ নম্বর রোডের ১২২ নম্বর বাসায় বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিলেন। মোবাইলফোনে কথা বলাকে কেন্দ্র করে গৃহকর্ত্রী লুবনা বকাঝকা করেন। এ পর্যায়ে অভিমান করে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় হাফসা। টের পেয়ে বাসার লোকজন তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেলে নিয়ে গেলে কর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাফসার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই খায়রুল।
বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এজেডএস/জিপি/বিএস