ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গাজীপুর: গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও চন্দ্রা-নবীনগর সড়কে দীর্ঘ প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোর থেকে এ যানজট সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ও যাত্রীরা অভিযোগ করেন, ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে শতশত গাড়ি আটকা পড়ে যায়।
দেখা দেয় জনভোগান্তি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর থেকে কোনাবাড়ী ও চন্দ্রা-নবীনগর সড়কের চন্দ্রা থেকে জিরানী পর্যন্ত দীর্ঘ প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, শুক্রবার ছুটি থাকায় অতিরিক্ত গাড়ির চাপ। তবে হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
আরএস/আইএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।