ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

তেজগাঁও রেল কলোনি বস্তির আগুন নিয়ন্ত্রণে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
তেজগাঁও রেল কলোনি বস্তির আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: রাজধানীর তেজগাঁও রেল কলোনির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

এ অগ্নিকাণ্ডের ঘটনায় মানিক নামে একজন দগ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এর আগে, সকাল সোয়া ৯টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মিজানুর রহমান বাংলানিউজকে জানান, সকাল সোয়া ৯টায় লাগা আগুন ১০টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে, আগুন পুরোপুরি নেভানোর জন্য কাজ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এসজেএ/এজেডএস/পিসি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।