ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

এবার বিছানাকান্দি পাথর কোয়ারিতে ৩ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এবার বিছানাকান্দি পাথর কোয়ারিতে ৩ শ্রমিকের মৃত্যু পাথর কোয়ারিতে ৩ শ্রমিকের মৃত্যু, ফাইল ফটো

সিলেট: কোম্পানিগঞ্জ শাহ আরেফিন টিলা ট্র্যাজেডির পর এবার বিছানাকান্দি পাথর কোয়ারিতে মাটি চাপা পড়ে তিন শ্রমিক নিহত হওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সীমান্তের নোম্যান্স ল্যান্ডের কাছাকাছি কুলুমছড়ার পাড় কামাল হোসেনের পাথর কোয়ারিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দা হারুন অর রশিদ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর রাতেই মরদেহ সরিয়ে নেওয়া হয়েছে।  

নিহতদের মধ্যে দুই জনের নাম শনাক্ত করেছে স্থানীয় প্রশাসন। তারা হলেন-  সুনামগঞ্জের গুলের গাঁও এলাকার নাজির হোসেনের ছেলে জাকির হোসেন (২০) ও একই এলাকার ওয়াতির মিয়ার ছেলে গুলাই মিয়া (২২)। তবে আরেকজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন এ তথ্য বাংলানিউজকেজ নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

গত ২৩ জানুয়ারি সকালে কোম্পানিগঞ্জের আরেফিন টিলার আঞ্জু মিয়ার কোয়ারিতে পাথর উত্তোলনের সময় মাটি চাপায় ৬ জন মারা

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্বেও সিলেটের পাথর কোয়‍ারিগুলোতে থেমে থাকেনি পাথর উত্তোলন। মাটি গর্ত করে পাথর উত্তোলনের ফলে একের পর এক ঘটছে দুর্ঘটনা।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এনইউ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।