ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কথার পিঠে কথার যুদ্ধ শিশু একাডেমিতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
কথার পিঠে কথার যুদ্ধ শিশু একাডেমিতে সারাদেশ থেকে ২ হাজার বিতার্কিক অংশ নিচ্ছেন এ বিতর্কে/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চোখে ভাসছে স্বপ্ন। মনে জয়ের উদ্দীপনা। অপেক্ষা যুদ্ধের। ঢাল-তলোয়ারের যুদ্ধ নয়। কথার পিঠে কথার যুদ্ধ শুরু হয়েছে বাংলাদেশ শিশু একাডেমিতে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দু’দিনব্যাপী ১০ম জাতীয় বিতর্ক উৎসবের আয়োজন করেছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডিএফ)। সারাদেশ থেকে ২ হাজার বিতার্কিক অংশ নিচ্ছেন এ বিতর্কে।

 

বিতর্ক উৎসব উদ্বোধন করা হয় বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে। মশাল হাতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে র‌্যালিতে অংশ নেন বিতার্কিকরা।

ৠালি শেষে মুখর হয়ে উঠে শিশু একাডেমির অডিটরিয়াম। অডিটরিয়ামে জায়গার সংকুলান না হওয়ায় বিতার্কিকদের কেউ কেউ বসেন বাইরেই। সারাদেশ থেকে ২ হাজার বিতার্কিক অংশ নিচ্ছেন এ বিতর্কে/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমবিতার্কিক সাদিয়া জাহান বলেন, এই বিতর্ক প্রতিযোগিতার জন্য পুরো বছরব্যাপী প্রস্তুতি নিয়েছি। দাঁড়িয়ে আছি না বসে আছি এটা বিষয় নয়। বিষয় কীভাবে সবার সামনে যুক্তিগুলোকে প্রতিষ্ঠা করতে পারবো সেটা।  

সন্তানদের উৎসাহ দিতে উৎসবে এসেছেন অভিভাকরাও। উৎসবে আসা দিলশাদ বেগম বলেন, বিতর্ক শুধু শিক্ষাগত মেধা বাড়ায় তা নয়, পরবর্তীতে এই গুণ তাদের পেশাগত জীবনকেও আলোকিত করবে।  

জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল, এনডিএফ’র চেয়ারম্যান এ কে এম শোয়েব।  

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
ইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।