শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোরে পাবনা-বগুড়া মহাসড়কের শাহজাদপুর উপজেলার তালগাছী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল পাবনা জেলার বাসিন্দা ও অনুশীলন-৮০ থিয়েটারের সদস্য।
শাহজাদপুরের গারাদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, ভোরে পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সি লাইন পরিবহনের একটি বাস তালগাছী বাজারে দাঁড়ানো একটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় নাট্যকর্মী মোজাম্মেল হোসেন নিহত ও ১২ বাসযাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শাহজাদপুর, পাবনা ও বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত নাট্যকর্মী আশরাফ বাংলানিউজকে জানান, গুরুতর আহত মালেক সরকার ও মোজাম্মেলকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে মোজাম্মেলের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ঢাকা শিল্পী সংঘের নির্বাচনে তারা ছয়জন নাট্যকর্মী ভোট দিতে যাচ্ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
আরবি/বিএস