কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজার আদেশপ্রাপ্ত আসামি ইয়ামিনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোরে গাজীপুর টঙ্গি থানার গাজীপুরা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে গাজীপুরা এলাকায় অভিযান চালিয়ে আসামি ইয়ামিনকে গ্রেফতার করা হয়।
২০০২ সালের ৩০ জুন স্ত্রী চায়েনা খাতুনকে হত্যার দায়ে ইয়ামিনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছিল।
ওই মামলায় ২০০৯ সালের ৮ ফেব্রুয়ারি কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আকবর হোসেন মৃধা আসামি ইয়ামিনকে যাবজ্জীবন সাজা দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।