ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রামগতি ও রামগঞ্জে ২ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
রামগতি ও রামগঞ্জে ২ মাদক ব্যবসায়ী আটক রামগতি ও রামগঞ্জে ২ মাদক ব্যবসায়ী আটক-ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে ৫২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আবদুর রহিম ও রামগঞ্জে ৩০০ গ্রাম গাঁজাসহ মো. সোহাগকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে রামগতির আলেকজাণ্ডার বাণী সিনেমা হল এলাকা থেকে আবদুর রহিমকে ও রামগঞ্জের লামচর ইউনিয়নের উত্তর মজুপুর গ্রাম থেকে সোহাগকে আটক করা হয়।

আটক সোহাগ রামগঞ্জ উপজেলার মজুপুর গ্রামের আবদুল হকের ছেলে ও আবদুর রহিম রামগতি পৌর এলাকার বাসিন্দা।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আবদুর রহিমকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া বাংলানিউজকে জানান, মাদক ব্যবসায়ী সোহাগকে ৩০০ গ্রাম গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।