ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ইলিশ সংরক্ষণ বিষয়ক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
ভোলায় ইলিশ সংরক্ষণ বিষয়ক কর্মশালা ভোলায় ইলিশ সংরক্ষণ বিষয়ক কর্মশালা

ভোলা: ভোলায় ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ‘সহ ব্যবস্থাপনা কাঠামো নির্ধারণ’ বিষয়ক কর্মশালা হয়েছে।

বুধবার (১৫ ফ্রেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউএনএআইডি’র অর্থায়নে ওয়ার্ল্ড ফিশ ও মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্টট্রাস্ট এ কর্মশালার আয়োজন করে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন।


 
এতে আরো উপস্থিত ছিলেন- বরিশাল মৎস্য অধিদপ্তরে উপ-পরিচালক বজলুল রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুল হাসান, সুব্রত কুমার সিকদার, কোস্টগার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ সাজ্জাদুর রহমান, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃধা মোজাহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ শাফিয়া খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, ইকোফিশ প্রকল্পের টিম লিডার ডা. আবদুল ওহাব প্রমুখ।

এসময় উপস্থাপনা করেন কোস্টট্রাস্ট্রের পরিচালক সনদ কুমার ভৌমিক ও সার্বিক সহযোগিতায় ছিলেন ইকোফিশ প্রকল্পের ম্যানেজার টিএস সোহেল মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ইলিশ সংরক্ষণ ও উৎপাদনের লক্ষ্যে ‘সহ ব্যবস্থাপনা কাঠামো’ একটি উপযোগী কার্যক্রম।   ভবিষ্যতে এ কার্যক্রমের আওতায় ইলিশ সংরক্ষণ ও উৎপাদন আরও বৃদ্ধি পাবে। তাই কোস্টট্রাস্টের ইকোফিশ প্রকল্পের মতো সবাইকে ইলিশ রক্ষায় এক সঙ্গে কাজ করতে হবে।

কর্মশালায় জেলে, মৎস্যজীবী, মৎস্য বিভাগের কর্মকর্তা, কোস্টগার্ড ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।