বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার রাশেদ বাংলানিউজকে জানান, মিরপুর-১ নম্বরের বেড়িবাঁধ বাজার এলাকায় একটি মোটরসাইকেল শিশুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
দুর্ঘটনার সংবাদ পেয়ে নিহত শিশুর বাবা নুরুজ্জামান ঢামেকে ছুটে আসেন। তিনি বাংলানিউজকে জানান, তার ছেলে রামিম প্রথম শ্রেণিতে পড়তো। সকালে নাস্তা খেয়ে সে বাসার সামনে খেলা করছিলো।
ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এজেডএস/এএটি/এএ