বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি এ আদালত পরিচালনা করেন।
সাগর দাস ঝিনাইদহ শহরের ষাটবাড়ীয়া এলাকায় রবিদাসের ছেলে।
ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী বাংলানিউজকে জানান, শহরের ষাটবাড়ীয়া এলাকায় কয়েক যুবক মাদক সেবন করছেন খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি ওই এলাকায় অভিযান চালায়। এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অন্যান্য মাদকসেবীরা পালিয়ে গেলেও সাগর দাসকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাগরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শেখ আব্বাস উদ্দিন আহমেদ, সিপাই জিএম শহিদুল ইসলাম, আব্দুল আজিজ খান, সাইদুল হক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এজি/আরএ