ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে ট্রাক-ভটভটির সংঘর্ষে ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
শেরপুরে ট্রাক-ভটভটির সংঘর্ষে ব্যবসায়ী নিহত

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার মালবাহী ট্রাক ও ভটভটির সংঘর্ষে চাল ব্যবসায়ী রিপন (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তবে প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুরের কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর শহরমুখী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্টো-ট-১৬-২৭২০) কৃষ্ণপুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চালবোঝাই ভটভটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চাল ব্যবসায়ী রিপন নিহত হন।

পরে আতহদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়।

শেরপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোর্শেদা বাংলানিউজকে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ১৬, ২০১৭
এমবিএইচ/এসআরএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।