ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পিরিয়ডের জন্য মোনালিসাই মানানসই

বেলাল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
পিরিয়ডের জন্য মোনালিসাই মানানসই ‘নারীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা’ শীর্ষক সেমিনার / ছবি: আরিফ জাহান

বগুড়া: কোমলমতি শিক্ষার্থীদের প্রথম ক্লাস শেষ। মাইক্রোফোন হাতে তুলে নিলেন সুমাইয়া সুহাইলা। ঘড়ির কাঁটা তখন ১১টার ঘরে। মঞ্চে নড়েচড়ে বসলেন সেমিনারে আমন্ত্রিত অতিথিরা।

মাইক্রোফোনে ঘোষণামাত্র শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে পড়লো শিক্ষার্থীরা। মুহূর্তেই মঞ্চের সামনে মাঠের একটি অংশ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠলো।

 

সবার হতে পৌঁছে দেওয়া হলো মোনালিসা উইমেন্স ক্লাবের ফ্রি রেজিস্ট্রেশন ফরম। সেইসঙ্গে নতুন মোড়কে মোনালিসার ফ্রি স্যাম্পল। নির্ধারিত সময়ে ফরম পূরণ করে সবাই যুক্ত হলো ক্লাবে।  

স্বাস্থ্য সচেতনায় আগ্রহীরা প্রতিষ্ঠানের নির্দিষ্ট ফেসবুক পাতায় যুক্ত হয়ে জানতে পারবেন নানা কার্যক্রম। প্রতিষ্ঠানের ওয়েব পোর্টাল ভিজিটও করা যাবে।  ‘নারীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা’ শীর্ষক সেমিনার

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর নাগাদ বগুড়া শহরের ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে মোনালিসা উইমেন্স ক্লাবের উদ্যোগে পিরিয়ডকালীন ‘নারীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা’ শীর্ষক সেমিনার চলে।  

বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের (বিডি অ্যান্ড বিআই) সিনিয়র এক্সিকিউটিভ সুমাইয়া সুহাইলার সঞ্চালনায় সেমিনারে নারীদের পিরিয়ডকালীন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে বক্তব্য রাখেন গাইনি বিশেষজ্ঞ ডা. মনোজ্ঞ চিত্রলেখা কুন্ড।

শিক্ষার্থীরা বাংলানিউজকে বলেন, যখন প্রথম পিরিয়ড শুরু হয় তখন বিষয়টি নিয়ে ভীষণ চিন্তিত ও লজ্জিত ছিলাম। লজ্জায় পরিবারের কাউকে কিছু বলতে পারতাম না। পিরিয়ড শুরুর আগে পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করতাম। এরপরও কাউকে কিছু বলতাম না। স্কুলে এসে বান্ধবীরা মিলে পরামর্শ করতাম। কিন্তু সঠিক কোনো সমাধান খুঁজে পেতাম না। যে যার মতো নানা ধরনের জিনিস ব্যবহার করতাম। এক্ষেত্রে কাপড়, তুলা, টিস্যু ছিলো অন্যতম।  

‘নারীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা’ শীর্ষক সেমিনার

তারা আরও জানায়, আজকের সেমিনারের মধ্য দিয়ে পিরিয়ড নিয়ে লজ্জা ও ভয় দূর হলো। সেমিনার থেকে এ ব্যাপারে পুরোপুরি সচেতন হওয়ার সুযোগ যাওয়া গেলো।  

পাশাপাশি জানতে পারলাম স্বাস্থ্যসম্মত উপায়। ভাল পণ্য সম্পর্কেও জানতে পারলাম। তাই পিরিয়ডকালীন এ পণ্যই ব্যবহার করবো। কারণ, পিরিয়ডের জন্য মোনালিসাই মানানসই বলেও মন্তব্য এসব শিক্ষার্থীদের।

সেমিনার চলাকালে ডা. মনোজ্ঞ চিত্রলেখা কুন্ড উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এর ফাঁকে ফাঁকে চলে স্কুলের শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি ও গান পরিবেশনার পালা।  

সেমিনারের শুরুতেই সিনিয়র এক্সিকিউটিভ সুমাইয়া সুহাইলা বলেন, মোনালিসা উইমেন্স ক্লাব নারীদের জন্য একটি সাধারণ প্লাটফর্ম। যেখানে তারা তাদের চিন্তা-চেতনাকে একে অন্যের সঙ্গে বিনিময়ের সুযোগ পাবেন। নারীত্বকে উদযাপন করতে পারবেন।  

এ লক্ষ্যকে সামনে রেখে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে জাতীয় পর্যায়ে বিভিন্ন স্কুল ও কলেজে এমন সেমিনার করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এ দুই প্রতিষ্ঠানে এই সেমিনারের আয়োজন।  

সেমিনারে প্রতিষ্ঠানটির রাজশাহী বিভাগের ডেপুটি সেলস ম্যানেজার মো. নাজমুল হাসান, জসিমুদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ১৬, ২০১৭
এমবিএইচ/এসএনএস

** বগুড়ায় মোনালিসা উইমেন্স ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।