বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিমান বাহিনী ও ছয় সুধীজন এ পুরস্কারে মনোনীত হয়েছেন।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য মনোনীতরা হলেন, গ্রুপ ক্যাপ্টেন (অব.) শামসুল আলম বীর উত্তম, আশরাফুল আলম, শহীদ মো. নজমুল হক, মরহুম সৈয়দ মহসিন আলী, শহীদ এনএম নাজমুল আহসান ও শহীদ ফয়জুর রহমান আহমেদ এবং বাংলাদেশ বিমান বাহিনী।
চিকিৎসাবিদ্যায় মনোনয়ন পেয়েছেন অধ্যাপক ডা. এএইচএম তৌহিদুল আনোয়ার চৌধুরী। সাহিত্যে অবদানের জন্য বেগম রাবেয়া খাতুন ও মরহুম গোলাম সামদানী কোরায়শী পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
প্রফেসর ড. এনামুল হক ও ওস্তাদ বজলুর রহমান বাদলকে সংস্কৃতিতে অবদানের জন্য মনোনীত করা হয়েছে। সমাজসেবায় মনোনীত হয়েছেন খলিল কাজী ওবিই।
গবেষণা ও প্রশিক্ষণে মনোনীত হয়েছেন শামসুজ্জামান খান ও মরহুম অধ্যাপক ড. ললিত মোহন নাথ। প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামানকে জনপ্রশাসনে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কারে মনোনীত করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার প্রদান করবেন বলেও জানানো হয় মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭/আপডেট ১৯৩৬ ঘণ্টা
এমআইএইচ/এইচএ/