বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ তিনি দাবি জানান।
জাতীয় পার্টির (জেপি) এ সংসদ সদস্য বলেন, কুড়িগ্রামের রৌমারী উপজেলার আলগারচর, খেওয়ার চর, ঝাউবাড়ী, বড়াইবাড়ী গ্রামের জনগণ ভারতীয় হাতির তাণ্ডবে আতঙ্কিত।
তিনি বলেন, ভারত সীমান্ত পার হয়ে প্রতি সন্ধ্যায় ৭০-৮০টি হাতি আমার নির্বাচনী এলাকায় ঢুকে খেতের ফসল নষ্ট করে। হাতিগুলো ঢোকার সময় ভারতীয় সীমান্ত রক্ষীরা (বিএসএফ) সীমান্ত দরজা খুলে দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), স্থানীয় আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আমরা সেখানে গিয়ে হাতির তাণ্ডব দেখেছি।
যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর জনগণ যাতে নিরাপদে থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে, যোগ করেন তিনি।
** গত অর্থ বছরে রফতানি হয়েছে ৮৩৭ কোটি টাকার ওষুধ
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
এসকে/এসএম/এটি